বীজের গুণগত মান নিশ্চিত করতে বিএডিসি দানাশস্য কর্মসূচির আওতায় ধান, গম ও ভূট্টা বীজ প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও সরবরাহ এর চলমান কার্যক্রম অব্যাহত রাখাসহ বিভিন্ন প্রকল্পের আওতায় প্রতিকূলতা সহিষ্ণু উচ্চ ফলনশীল জাতের ধান, গম ও ভূট্টা বীজ উৎপাদন, সংরক্ষণ ও সরবাহ করা। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের প্রেক্ষিতে নতুন বীজ সংরক্ষণাগার নির্মাণের মাধ্যমে ধারণক্ষমতা বৃদ্ধি করে চাহিদা অনুযায়ী বীজের যোগান নিশ্চিত করা। এছাড়া ধানবীজসহ অন্যান্য দানাশস্য বীজ, যেমন-গম, ভুট্টা ইত্যাদি ফসলের বীজ প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে কৃষকের হাতে উন্নতমানের বীজ আরো ব্যাপক পরিসরে সরবরাহের পরিকল্পনা রয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS